বাংলা টেলিভশন এর জনপ্রিয় সিরিয়াল ‘বকুল কথা’ শেষ হতে চলেছে খুব শিগগিরই। ২ বছরের বেশি সময় ধরে চলে জনপ্রিয়তার শিখরে পৌঁছনো এই গল্পের মুখ্য নায়িকা বকুল ওরফে উষসী চক্রবর্তী এবং নায়ক ঋষি ওরফে হানি বাফনা। শেষ হল বকুল কথার শুটিং। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শেষ হচ্ছে ‘বকুল কথা’র সম্প্রচার। ৬৭৩ এপিসোড পর্যন্ত চলবে ধারাবাহিকটি। সাধারণ মেয়ে বকুলের গল্প দর্শকের মন জয় করেছে। জনপ্রিয়তা ও দর্শকের ভালোবাসা সঙ্গী করেই নায়িকা বকুল সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠেছে পুলিশের ওসি। এরকম এক সফল জায়গায় দাঁড়িয়ে ধারাবাহিকটি শেষ হয়ে গেলো! প্রশ্ন থেকে যাচ্ছে দর্শক দের মনে !!
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে প্রযোজক স্নিগ্ধা বসু বললেন, “কোনও সিরিয়াল শুরু হলে সুন্দরভাবে শেষ হওয়াটাও খুব দরকার। আমার মনে হয় গল্পটা সুন্দরভাবে শেষ করলে লোকের মনে থেকে যায়। সেই জায়গা থেকে চ্যানেল ও আমরা স্থির করি একটা সুন্দর গল্পে গিয়ে শেষ করার।”
বকুলের চরিত্রে উষশী বেশ দৃঢ় প্রত্যয়ী। টমবয় স্বভাব থেকে বডি ল্যাঙ্গুয়েজে সবটাই পরিবর্তন করতে যে বেশ পরিশ্রম করতে হয়েছে তা নিতান্তই সত্য। তবু তার স্বতঃস্ফূর্ত অভিনয়ে দর্শকের মন জয় করে নিয়েছে বকুল ওরফে উষশী।
এই সিরিয়ালএর গল্পও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে পাকাপাকি ভাবে। একটি সাধারণ মেয়ের নিজেকে প্রতিষ্ঠা করার গল্প সমাজে এক অন্য দৃষ্টান্তের সৃষ্টি করেছে।

গল্পের শুরু তেই দেখা যাই গল্পের নায়িকা বকুল টমবয়। এই বকুল এর সাথে বিয়ে হয় বকুল এর দিদি বর্ষার বাগদত্ত ঋষির সাথে।
প্রথম দিকে বকুল কে স্ত্রী হিসেবে মেনে নিতে না পারলেও বকুল এর নিষ্পাপ স্বভাব এবং সততার জন্য ধীরে ধীরে ঋষি বকুল কে স্ত্রী হিসেবে স্বীকার করে নেই।
বকুল উচ্চ মাধ্যমিক পাশ না করেই তার লড়াই চালিয়ে গেছে । পাশে পেয়েছে শ্বশুরবাড়ির মানুষদেরও। জীবনের নানা ওঠাপড়া কাটিয়ে আজ সে পুলিশ অফিসার। বকুলের জার্নির পাশে সব সময় থেকেছে বকুলের স্বামী ঋষি । আশাপূর্ণা দেবীর উপন্যাসের বকুলকেও দেখা গিয়েছিল নিজের যুগের থেকে অনেক এগিয়ে থাকা এক নারী হিসেবে (‘বকুল কথা’)। আশাপূর্ণা দেবীর বকুলের মতোই ধারাবাহিকের বকুলও কখনও কখনও প্রথাগত ধারণার বাইরে দাঁড়িয়ে থাকা এক মেয়ে।
দর্শক দের অধিকাংশের মতে ‘বকুল’ হয়তো টেলিভিশনে প্রথম গল্প ছিল যাতে নায়িকার ছোট ছোট চুল, প্যান্ট-শার্ট পরে ঘুরে বেড়ায়, বাইক চালায়, ছেলেদের সঙ্গে ‘তুই-তোকারি’ করে কথা বলে। সে বিয়ে করে সংসার করবে আর এরকম জায়গায় পৌঁছবে কেউ ভাবতে পারেনি।
অভিনয়ে দক্ষ উষসী এই বকুলের চরিত্রে ভীষণ স্বতঃস্ফূর্ত। তার সাথে হানি বাফনা এর জুটি বেশ জনপ্রিয়।
এই সিরিয়ালের অন্যান্য চরিত্রে অভিনয় করছে উপনিতা ব্যানার্জী ,শুভজিৎ কর, সোহিনী সান্যাল, অরিন্দম ব্যানার্জী, মল্লিকা মজুমদার , অনুরাধা রায় এবং অন্যান্যরা।