“বয়স নিতান্তই সংখ্যা মাত্র” – এই কথাকেই বাস্তব রূপ দিলেন দীপঙ্কর-দোলন জুটি !
বাংলা ফিল্ম জগতের এক উল্লেখযোগ্য নাম দীপঙ্কর দে। পঁচাত্তর এ পা দেওয়া দীপঙ্কর বাবু অধিকাংশ সিনেমায় খলনায়ক এর চরিত্রে অভিনয় করলেও সিনেমার বাইরে তিনি এক ভিন্ন মানুষ !সদা হাসিখুশি ব্যক্তি তিনি।.!
ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলাখুলি না হলেও তাঁর এবং অভিনেত্রী দোলন রায় এর মিষ্টি ভালোবাসার সম্পর্ক ইন্ডাস্ট্রি তে বেশ চর্চিত বিষয়।
দোলন রায় ও দীপঙ্কর দে-র প্রেমের সম্পর্কের কথা দর্শক জানেন বিগত বহু বছর ধরেই। দোলন রায়ের অভিনয় জীবন শুরু ১৯৯১ সাল থেকে। তারও আগে পর্দায় এসেছেন দীপঙ্কর দে। বিয়ের দিনই তাদের মিষ্টি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

বয়স একটি সংখ্যা মাত্র ! এই কথা কেই বাস্তবে তুলে ধরলেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে। দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী দোলন রায়ের সাথে রীতিমতো প্রথা মেনে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। পাত্রী ৪৯ ও পাত্র ৭৫…! অঙ্ক কষলে বোঝা যাবে বয়সের ফারাক ২৫ এরও বেশি..! কিই বা যায় আসে !!
ভালোবাসার কাছে বয়স নিতান্তই তুচ্ছ !! তারই প্রমান দিলেন এই জুটি !!
গত ৭ই জানুয়ারী রাত্রে দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক এর পাশে এক রেস্তোরা তে বসেছিলো বিয়ের আসর। না, ছিলোনা টোপর , ঘরোয়া ভাবেই বিয়ে সারেন এই দম্পতি, তবে মালাবদল থেকে আংটি বদল , সবটাই ছিল লিস্ট এ…!!!

ঘনিষ্ঠ বন্ধু বান্ধব , আত্মীয় স্বজনদের উপস্থিতি তে ওই রাতেই রেজিস্ট্রি করেন তাঁরা।
সাদা পাঞ্জাবির সাথে লাল বেনারসির সমাহারে হয়ে ওঠেন তাঁরা পার্টি র মধ্যমনি !
এইবয়সেও সাদা পাঞ্জাবি তে অভিনেতা দেখাচ্ছিলেন তরুণ !
অপরদিকে , লাল বেনারসি, ঘটি হাত ব্লাউস , মাথা ভর্তি সিঁদুর, লাল রঙের টিপ্, মানানসই গয়না তে অভিনেত্রী লাগছিল মোহময়ী ! হয়েছিল মালাবদল ও..! কিন্তু মালাবদলের পরপরই জিভ কেটে বসলেন অভিনেতা ! বিয়ের আংটি পড়াতেই ভুলে গিয়েছিলেন যে..!!!!
বিয়েতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, রঞ্জন বন্দ্যোপাধ্য়ায়, শীর্ষ সেন ও অন্যান্যরা।
প্রায় পাঁচ দশকের অভিনয় জীবন দীপঙ্কর দে-র। সম্প্রতি তাদের দেখা গিয়েছে ‘আহা রে’ ছবিতে। বাস্তবের এই দম্পতিকে পর্দায় বহুবার পরস্পরের বিপরীতে দেখেছেন দর্শক। এতদিন পরে তাদের সম্পর্ককে আইনি স্বীকৃতি দিলেন তারা। তবে, বিয়ের পরের দিনই দে পরিবারে নেমে আসে আচমকা দুশ্চিন্তা, উদ্বেগ !!!
শ্বাসকষ্ট এর কারণে অবস্থার অবনতি হয়েছিল অভিনেতার। ভর্তি হতে হয়েছিল বাইপাসের এক হাসপাতালে। ছিলেন আই সি ইউ তে !!!
হাসপাতালে প্রায় ৪ দিন কাটিয়ে বাড়ি ফিরেছেন তিনি। মেনে চলতে হচ্ছে নিয়ম, তবে আগের থেকে এখন অনেক ভালোই আছেন অভিনেতা।
দীপঙ্কর আর দোলন যে সময়ে এক সাথে থাকা শুরু করেছিলেন , সেই সময়ে লিভ -ইন এর এতটা চল ছিলোনা। একেই ছিল বয়সের এমন তারতম্য ,তাতে দোসর ছিল লিভ-ইন। নানা সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাঁদের !!!
দীপঙ্কর বাবু তখন সফল অভিনেতা হলেও দোলন দেবী সবে ক্যারিয়ার শুরু করেছিলেন! ইন্ডাস্ট্রি তেওঁ তাদের নিয়ে চলতো নানা গসিপ !!
এই এত গুলো বছর ধরে ইন্ডাস্ট্রির মতো জায়গায় থেকেও ক্যারিয়ার এ সুনাম অর্জন করার সাথে এই ভালোবাসা টিকিয়ে রাখার ম্যাজিক টা কি ? তা জানতে চাইলে অভিনেত্রী দোলন আনন্দবাজার পত্রিকার এক সাংবাদিক কে জানান “সততা ! পরস্পরের প্রতি নির্ভরতা আর বিশ্বাস।”
আর সেজন্যই বোধয় ২২ বছরের সম্পর্ক পেলো পরিণতি। অবশেষে এক হলো চার হাত।