একাদশ শ্রেণীর ছাত্রী ‘বাজলো তোমার আলোর বেণু’ খ্যাত মিনু ওরফে শ্যামপ্তি মুডলির নতুন ধারাবাহিক ‘ধ্রুবতারা’ শুরু হয়েছে ষ্টার জলসায়। এইবারে শ্যামপ্তি স্ক্রিন শেয়ার করছে যৌথ অভিনেতা ইন্দ্রজিৎ বসু এবং শুভজিৎ কর এর সাথে।
ট্রেলারেই বোঝা গেছে ‘ধ্রুবতারা’ ত্রিকোণ প্রেমের গল্প। শ্যামপ্তি থাকছে মুখ্য অভিনেত্রী তারার চরিত্র্রে। অপরদিকে শুভজিৎ ও ইন্দ্রজিৎ অভিনয় করছে যথাক্রমে অগ্নি এবং ধ্রুবর চরিত্রে।
ধারাবাহিকের তিন প্রধান চরিত্র ধ্রুব, তারা এবং অগ্নি। তারা ও অগ্নি ছোটবেলা থেকে পরস্পরের পরিচিত। ভালও বাসে পরস্পরকে। কিন্তু সফল ব্যবসায়ী ধ্রুব ঢুকে পড়ে তাদের মাঝখানে।এর থেকেই কি তৈরি হবে ত্রিকোণ এক সম্পর্ক? উত্তর এখনও অধরা। কিন্তু এই তিন চরিত্রের অত্যন্ত জটিল এক মানবিক সম্পর্ক ঘিরেই এগোবে গল্প, ধ্রুবতারা।
একটি সাক্ষাৎকারে ধারাবাহিকের পরিচালক সৌমেন হালদার জানান, “কেউ কাউকে সত্যি ভালবাসলে কি ভালবাসার মানুষকে ছাড়া যায়? এটা নিয়েই গল্প। পরতে পরতে বিষয়গুলো ধরা হবে।” গল্প ভাঙলেন না তিনি। বরং দর্শক কে এই সিরিয়ালের প্রতি আকর্ষণ বাড়িয়ে দিলেন।

নায়িকা তারার ভূমিকায় শ্যামোপ্তি মুডলি। আগে ‘বাজলো তোমার আলোর বেণু’ ধারাবাহিকের নায়িকা মিনু করেছেন,সেখানে বেশ খ্যাতি অর্জন করেছেন। তাঁর সম্পর্কে অভিনেতা শুভজিতের অভিমত, “শ্যামোপ্তি সুইট বাচ্চা মেয়ে, ক্লাস ইলেভেনে পড়ে। খুব ভাল কাজ করছে।”
ইন্দ্রজিৎ বসু গল্পের ধ্রুব। ‘প্রভু আমার’ দিয়ে শুরু ক্যারিয়ার শুরু করলেও একে একে ‘রাশি’, ‘গোয়েন্দা গিন্নি’, ‘দেবীপক্ষ’, ‘আমলকি’, ‘আশালতা’, ‘ঠাকুরমার ঝুলি’-র ‘বুদ্ধু ভুতুম’ গল্পে অভিনয় করেছেন তিনি। প্রত্যেকটি ধারাবাহিকেই তিনি নায়ক। ‘গোয়েন্দা গিন্নি’র গল্পে মূল চরিত্র দু’জন। গোয়েন্দা গিন্নি ইন্দ্রাণী হালদার এবং আইপিএস অফিসার অরূপ ওরফে ইন্দ্রজিৎ।প্রত্যেক চরিত্রে নিজের অসাধারণ অভিনয় ক্ষমতার প্রদর্শন করেছেন তিনি। তাঁর চরিত্র ধ্রুব ঠিক কেমন তা জানতে চাইলে ইন্দ্রজিৎ জানান, “একজন হাই প্রোফাইল বিজনেসম্যান যেরকম হয়… টাকাটা বোঝে, সাকসেস বোঝে… এই মানুষটিও এরকম। একজন মানুষ এরকম হয় কী করে… সেই জার্নিটা জানলে হয়তো ধ্রুবকে মানুষ অন্য রকম চোখে দেখবে।”

অন্যদিকে, একাধারে ‘বকুল কথা’-র নায়িকা বকুলের জামাইবাবু এবং নায়ক ঋষির পিসতুতো ভাই কুনালের চরিত্রে অভিনয়ে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন শুভজিৎ। কুনাল চরিত্রটি দুষ্টু, কিন্তু মজাদার। ‘চিরদিনই আমি যে তোমার’ধারাবাহিকে খলচরিত্র তিনি। ‘ভুলে যেও না প্লিজ’-এ প্রধান দ্বৈত চরিত্রনায়ক ও খলনায়ক হিসেবে দেখা যেত তাঁকেই। নায়িকা কে বিক্রি করে দেওয়ার মতো দুঃসাহসী ভিলেনের চরিত্র করেছেন তিনি। ‘কে আপন কে পর’-এ নায়িকা জবার জামাই হিসেবে অভিনয় করেছেন। সম্প্রতি বান্ধবী প্রিয়মের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
সিরিয়ালের ট্রেলার থেকে যতদূর জানা যাচ্ছে তারা এর পারিবারিক ব্যবসা কিছু সমস্যার মুখোমুখি হয়েছে । সফল ব্যবসায়ী ধ্রুব এই পরিস্থিতির সদ্ব্যবহার করেন এবং তারাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। তবে তার এক শর্ত আছে। নিজের পারিবারিক ব্যবসা বাঁচাতে তারাকে ধ্রুব কে বিয়ে করতে হবে।
প্রযোজক স্নিগ্ধা বসু জানান, ‘‘ধ্রুবতারা’ হচ্ছে ভালবাসার নতুন সমীকরণ। প্রথম ভালবাসা কোনও মেয়ে জীবনেও ভুলতে পারে না। কিন্তু তারা ছোটবেলা থেকে যাকে ভালবেসেছে তাকে ছেড়ে অন্য কারও কাছে চলে যেতে হচ্ছে।”
তাঁর কথা থেকে বোঝা গেল অগ্নিকে ছেড়ে যাবে তারা। কিন্তু ঠিক কী পরিস্থিতিতে ঘটবে এই বিচ্ছেদ, কী ভাবেই বা ধ্রুব ঢুকে পড়বে দু’জনের মাঝখানে? তা জানতে হলে অবশ্যই দেখতে হবে ‘ধ্রুবতারা’ ।
সপ্তাহে পাঁচ দিন, সোম থেকে শুক্র, রাত সাড়ে ৯টায় দেখা যাবে ‘ধ্রুবতারা’।