গোয়েন্দা থ্রিলাররা মনে হয় মৌসুমের স্বাদে পরিণত হয়েছে। পরিচালক প্রতীম দাসগুপ্ত সম্প্রতি তাঁর ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’ তে ঋত্বিক কে গোয়েন্দা শান্তিলাল হিসাবে পরিচয় করিয়েছিলেন। মৈনাক ভৌমিকও ঋতব্রত মুখোপাধ্যায়কে ‘গোয়েন্দা জুনিয়র’ চরিত্রে অভিনয় করেছেন।বাংলা ইন্ডাস্ট্রি তে রহস্য, থ্রিলার এবং গোয়েন্দার চাহিদা বিশাল।সেই কথা মাথায় রেখেই এবারে আসছে নতুন রহস্য। ফেলুদা, ব্যোমকেশ কিংবা কিরীটী নয়। এ বার শহর কলকাতা দেখতে চলেছে এক নতুন গোয়েন্দার গোয়েন্দাগিরি। সেই নবীন গোয়েন্দার নাম শল্যজিৎ।
এখন শহরে আরেকটি গোয়েন্দা। রাহুল এবং তুহিন সিনহা পরিচালিত, আমরা ‘ইবার শল্যজিৎ’তে একেবারে নতুন গোয়েন্দা দেখতে পাব। ফিল্মটি সম্পর্কে আরও আকর্ষণীয় বিষয় হ’ল আমাদের নিজস্ব ফেলুদা ওরফে সৌমিত্র চ্যাটার্জী এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে।
সেই নবীন গোয়েন্দার নাম শল্যজিৎ। তাঁর কাছের বন্ধু সৌম্য হঠাৎই এক দিন খুন হয়। ময়না তদন্তে জানা যায় বিষক্রিয়ায় মারা গিয়েছে সে। কে খুন করল সৌম্যকে? তদন্তে নাম শল্যজিৎ। নিজের বন্ধুর খুনের তদন্ত করতে গিয়ে সে নিজের এক সত্তা খুঁজে পায়। আর শল্যজিতের এই রহস্যভেদের গল্প নিয়েই মুক্তি পেতে চলেছে সিনেমা ‘এবার শল্যজিৎ’। ছবিটি পরিচালনা করেছেন তুহিন সিংহ এবং রাহুল। শল্যজিতের চরিত্রে রয়েছেন সঞ্জয় সিংহ এবং সৌম্যর চরিত্রে দেখা যাবে দিব্যেন্দু শেখর দাসকে। এ ছাড়াও এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। থাকবেন মাধবী মুখোপাধ্যায়ও। ফেলুদা আর শল্যজিৎ মুখোমুখি—পরামর্শ বিনিময় হবে কি? ফেলুদার মতো সৎ নির্ভিক চরিত্র শল্যজিতের মতো নেগেটিভ চরিত্র কতটা দক্ষ ভাবে ফুটিয়ে তুলবে তা শুধুই এখন অপেক্ষা !
অন্যদিকে, বোম্বাগড়ের রাজার সঙ্গে জুড়ে গেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম। দেব প্রযোজিত ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র টিমে রয়েছেন তিনি। তবে কোনও চরিত্রে দেখা যাবে না তাঁকে। তাহলে? কীভাবে জুড়লেন ফেলুদা? আসলে পুরো ছবিটা জুড়েই সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে শোনা যাবে ধারাভাষ্য। রূপকথার গল্প নিয়ে ছোটদের জন্য কেউ কাজ করছেন, তাতেই আপ্লুত বর্ষীয়ান অভিনেতা। আর এই কারণেই বোম্বাগড় টিমে যুক্ত হয়েছেন তিনি।
চারুলতা, কাপুরুষ , জোড়াদিঘির চৌধুরী পরিবার এইসমস্ত কালজয়ী সিনেমার পর এবার আবার জুটি বাঁধছেন সৌমিত্র মাধবী। এই জুটির প্রেমে মাতোয়ারা দর্শক খুবই উত্তেজিত তাদের আবার এক ফ্রেম এ দেখার জন্য।