নিরাপদ, নিশ্চিন্ত আশ্রয়ে কোয়েলের কোলে ঘুমিয়ে রয়েছে সদ্যোজাত। পরম মমতায় তাকে বুকে আঁকড়ে রয়েছেন কোয়েল। সম্প্রতি, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমনই একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।তাঁর সন্তান সম্ভাবনার কথা ইতিমধ্যেই সকলেই জেনে গেছে। তবে কি এত তাড়াতাড়ি অভিনেত্রী দিয়ে দিলেন সুখবর ! কে এই সদ্যোজাত? তার সঙ্গে কোয়েলেরই বা কী সম্পর্ক? অবশেষে জট খুলছে রহস্যের..।
দীর্ঘদিনের প্রতীক্ষা। প্রকাশ্যে এল সৌকর্য ঘোষাল পরিচালিত ‘রক্ত রহস্য’-র ফার্স্টলুক। আর সেই ফার্স্টলুকে কোয়েলের কোলে এক সদ্যোজাতকে দেখে হইহই পড়েছে নেটপাড়ায়। সবার মুখেই একটাই প্রশ্ন, ‘কে এই বাচ্চা’? ‘কোয়েলের সঙ্গে এর সম্পর্কই বা কী’?
এই ছবিতে কোয়েল নন, সামনে এসেছেন স্বর্ণজা।
সূর্যের সাতরং, ঘোতনের পরিপিসি আর রেনবোজেলি এখনও সকলের মুখে মুখে ঘুরছে। এর মধ্যেই পা ভেঙে গোল বাঁধিয়ে বসেন পরিচালক। তিনমাস গৃহবন্দি। এইসব হটাৎ বিপদ নিয়ে ভাবতে ভাবতেই মাথায় উঁকি দেয় তার নতুন প্লটের। ব্যাস…এবার আর তাঁকে আটকায় কে। লিখে ফেললেন ইমোশনাল থ্রিলার। আসছে সৌকর্য ঘোষালের তৃতীয় ছবি ‘রক্ত রহস্য’। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন কোয়েল মল্লিক।
ইদানীং একটু অন্যধারার ছবিতে কাজ করতে পছন্দ করছেন কোয়েল। এই ছবিতে তিনি একজন রেডিও জকির ভূমিকায়। যে জীবনে দুটো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়। চরিত্রে রয়েছে প্রচুর শেড। এছাড়া এরকম একটি চরিত্রে তিনিও প্রথম অভিনয় করছেন।
পরিচালক সৌকর্য বলছিলেন, আদ্যোপান্ত একটি ইমোশনাল মেয়ের জার্নির সঙ্গে কীভাবে পরতে পরতে জড়িয়ে যাচ্ছে রহস্য, সে নিয়েই এই ছবি। সৌকর্যের কথায়, এ ছবি ইমোশনাল থ্রিলার। থ্রিলার অথচ ইমোশনাল…কোথাও গিয়ে একটু অক্সিমোরন হয়ে গেল কী?
সৌকর্যের কথায়, “পৃথিবীর বিভিন্ন নামকরা থ্রিলারেই কিন্তু সাসপেন্সের সঙ্গে ইমোশন এসে মেশে। ধরে নেয়া যাক, সোনার কেল্লা…সেখানেও তো তাই দেখেছি আমরা।” কোয়েলকে এমন চরিত্রে বেছে নিলেন কেন? পরিচালক বললেন, “এই চরিত্রটার ওই গার্লস টু দ্য নেক্সট ডোর ইমেজ রয়েছে। কোয়েলদির মধ্যেও সেটা রয়েছে। একই সঙ্গে লার্জার দ্যান লাইফ একটা অ্যাঙ্গেলও রয়েছে। এ রকম একটা ঝকঝকে চরিত্র বাছার সময় আমার কোয়েলের মুখটাই মাথায় এল।”
জানা যাচ্ছে, রেডিও জকি স্বর্ণজা তাঁর লাইভ শোয়ে একটা অজানা ব্যক্তির কাছ থেকে ফোন পাবে। যে ফোনই স্বর্ণজাকে তাঁর জীবনের একটা অজানা সত্যির খোঁজে, রহস্য সমাধানে বের করবে। আর এভাবেই এগোবে ছবির গল্প।
জী ২৪ ঘণ্টা ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক সৌকর্য ঘোষাল স্বর্ণজা চরিত্রটি নিয়ে কথা বলার সময় জানিয়েছিলেন, ”ছবির গল্প এগোবে পেশায় আর জে স্বর্ণজাকে কেন্দ্র করে। ও রেডিওতে একটা ভীষণ জনপ্রিয় শো চালায়। তবে স্বর্ণজা একজন ভীষণই আবেগপ্রবণ মহিলা। এই চরিত্রটার মনটা ভীষণ বড়। মানুষের ছোট ছোট বিষয় স্বর্ণজার মন ছুঁয়ে যায়। অনেক প্রান্তিক মানুষের ছোট্ট ছোট্ট দুঃখতেও তার খারাপ লাগে। এধরনের একটা চরিত্র। আর এই আবেগের কারণেই স্বর্ণজা বিভিন্ন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে। স্বর্ণজা সকলকেই সাহায্য করে, বড়লোক, গরিব লোক দেখে সাহায্য করে না। তবে জীবন বড়ই অদ্ভুত। জীবন আবার এই আবেগপ্রবণ মানুষগুলিকেই অনেক সময় ঠকায়। তাই স্বর্ণজাও বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যাবে। ”
কিন্তু কোয়েল অন্তঃস্বত্বা। মা হওয়ার বেশি দিন বাকি নেই আর। এর মধ্যে ছবির প্রোমোশন…অসুবিধে হবে না? সৌকর্যের সোজাসাপ্টা উত্তর, “কোয়েল অসম্ভব কমিটেড একটি চরিত্র। ও যখন কোনো সিদ্ধান্তের সঙ্গে সম্মতি জানিয়েছে, ভেবেই জানিয়েছে। সমস্ত দায়-দায়িত্বকে সামাল দিয়ে ছবির জন্য মনোনিবেশ করতে পারবে বলেই ধারণা।” এ রকম একটি চরিত্র নিয়ে উত্তেজিত কোয়েলও। মিতিন মাসির পর আবারো এক থ্রিলার তার ঝুলিতে।
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে-তে ‘রক্তরহস্য’র একটি ফার্স্টলুক পোস্টারও প্রকাশ করেছেন ছবির নির্মাতারা। পোস্টারটি পরিচালক এটাকে সিনেমাপ্রেমী দর্শকদেরকে ভ্যালেন্টাইন’স ডে-র উপহার হিসাবে দিতে চেয়েছেন।