বিশ্বজুড়ে মহামারীর আকার নেওয়া করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই লন্ডনে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী ও অভিনেতা জিৎ। গতকাল বুধবার সকালে লন্ডন থেকে শুটিং রেখেই কলকাতায় ফিরলেন এই দুই শিল্পী। লন্ডনে তাঁদের পরবর্তী ছবি ‘বাজি’র জন্য। মঙ্গলবার জিৎ টুইট করেন, বিশ্বজোড়া করোনা ত্রাসের মধ্যে তাঁরা সম্পূর্ণ টিম নিয়েই দেশে ফিরে আসবেন যত তাড়াতাড়ি সম্ভব। বুধবার সকাল ৭.৪০-এ কলকাতা বিমানবন্দরে পা রাখেন জিৎ ও মিমি। বিমানবন্দরে মাস্ক পরেই দেখা যায় জিৎ -কে। তবে মিমির মুখে মাস্ক ছিল না। তারকা বলে কোন ছাড় নেই। বিমানবন্দরে নেমেই এয়ারপোর্ট কর্তৃপক্ষের করোনা সংক্রান্ত সব ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয় তাঁদেরকে। সব পরীক্ষায় পাশ করেই তাঁরা বিমানবন্দর ছেড়েছেন।
মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকা সাংসদ মিমি চক্রবর্তী বলেন, ”যেহেতু ব্রিটেন থেকে আসছি তাই বাড়ি ফিরে সাতদিনের জন্য নিজেকে আইসোলেশনে রাখব। বাবা-মাকেও ফোন করে আমার সঙ্গে দেখা করতে আসতে বারণ করেছি। আমার বাবার বয়স ৬০ বছরের উপরে।”
সাংবাদিকদের প্রশ্নের মুখে অভিনেতা জিৎ-ও বলেন, ”ওখানে কোনও কাজ করতে অসুবিধে হচ্ছিল না। কিন্তু ভারত সরকারের নির্দেশ মেনেই ফিরে আসা। সবার আগে পৃথিবী সুস্থ হোক। বাকি কাজ তো চলতেই থাকবে। সবাই নিরাপদে থাকুন।” প্রসঙ্গত, ভারত সরকারের পক্ষ থেকে ১৮ মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, ব্রিটেন থেকে সকল ভারতীয়দের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
১৮ মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও যুক্তরাজ্য থেকে সকল ভারতীয়দের নিজ দেশে ফেরার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। তাই যুক্তরাজ্যে শুটিং বাতিল করে ভারত ফিরেছেন কলকাতার অভিনেতা জিৎ ও অভিনেত্রী মিমি। মঙ্গলবারই টলি-পাড়ার শ্যুটিং বন্ধ রাখার চুরান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই খবর পাওয়া মাত্রই দেশে ফেরার কথা স্থির করেন মিমি-জিৎ সহ পুরো টিম। ইংল্যান্ডে শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন টলিউডের তিন তারকা।তবে, মিমি চক্রবর্তী জিৎ-এর সঙ্গে ছিলেন অভিনেতা বিশ্বনাথও।

করোনাভাইরাসের আতঙ্কের জেরে ভারত সরকার অনুরোধ করেছিল বিদেশে থাকা সব মানুষকে দেশে ফিরে আসার জন্য। কারণ, ১৮ মার্চ থেকে ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, যুক্তরাজ্য থেকে কোনো ভারতীয় বা বিদেশি ভারতে ফিরতে পারবেন না
অংশুমান প্রত্যুষের পরিচালনায় জিতের প্রযোজনায় তৈরি হচ্ছে চলচ্চিত্র বাজি। জানা গেছে, ছবির বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হয় লন্ডনে। বাজি দক্ষিণি একটি ছবির আদলে এ ছবির পরিকল্পনা করা হয়েছে। তবে চিত্রনাট্য একেবারে নিজের মতো করে সাজিয়েছেন অর্ণব ভৌমিক।
অগত্যা শুটিং বাতিল করে দেশে ফিরলেন টিম ‘বাজি’। কাজের প্রতি দায়বদ্ধতা থেকে করোনা আতঙ্কের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে উড়ে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। দিব্যি শুটিংও করছিলেন। ব্রিটেনের বাকিংহা শহরে। আপাতত শুটিং চলছিল, কিন্তু সমস্তটা বাতিল করে দেশে ফিরছে টিম ‘বাজি’। মঙ্গলবার, সোশাল মিডিয়ায় পোস্ট করেই এ খবর জানান মিমি।

অন্যদিকে, এই মুহূর্তে টলিউডের আর একটা ছবির ইউনিটও শ্যুটিং করছে বিদেশে। ‘কাকাবাবু’র শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকায় ছিলেন সৃজিত-প্রসেনজিৎ। তারাও বুধবার ফিরে আসছেন কলকাতায়। অন্যদিকে নিরাপত্তার কারণে বন্ধ হয়ে গিয়েছে টেলিপাড়ার শুটিং। বুধবার থেকে ৩০ মার্চ পর্যন্ত টালিগঞ্জের সমস্ত শুটিং বন্ধ থাকবে। বৃহস্পতিবারের মধ্যে তাঁদেরও দেশে ফিরে আসার কথা। এদিকে করোনা আতঙ্কের মাঝে আপাতত টলিপাড়ায় সব সিনেমা ও সিরিয়ালের শ্যুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতে করোনার থাবা ক্রমশ বাড়ছে। বুধবার সকালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৭। ইতিমধ্যেই দেশে করোনা সংক্রমণে ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা মোকাবিলায় ষাটঊর্ধ্ব অতি সংকটজনকদের শরীরে এইচআইভি-র প্রতিষেধক প্রয়োগের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
আপাততঃ নিজের পরিবারের ও আশেপাশের মানুষের স্বার্থ বিলেত ফেরত কলাকুশলীরা সাবধানতা অবলম্বন করে আইসোলেশনে থাকছে।
সম্প্রতি ইউরোপকে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। তাই ইউরোপের সবগুলো দেশই এই ভাইরাসের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে।
সুস্থ থাকুন, অযথা ভয় পাবেন না। সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো বিধি নিষেধ মেনে চলুন। দেশের এই করুণ সময়ে নিজে সুস্থ থেকে অপরকেও সুস্থ রাখুন।।
Great news 👍😀 .