টেলিভিশনে এক সময় আলোড়ন তৈরি করেছিল বাংলা ধারাবাহিক ‘গানের ওপারে’। ১০ বছর আগের এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ ছিল রবীন্দ্রসঙ্গীত। একেবারে নতুন মোড়কে যেন সেই গানগুলো তুলে ধরা হয়েছিল।আজ থেকে ঠিক দশ বছর আগে। বাঙালির ড্রইং রুমের ছবিটা বদলাতে শুরু করল। উচ্চমধ্যবিত্ত যাঁরা সিরিয়ালকে সমাজের অবক্ষয় বলে মনে করতেন তাঁরাও রাত আটটায় সব সেরে বসে পড়তেন টিভির সামনে। রবীন্দ্রসংগীতের সঙ্গে বাজছে ড্রাম, গিটার…কিন্তু সবটাই হচ্ছে স্বরলিপি মেনে। বাঙালি অভ্যস্ত হতে শুরু করল। শাড়ি আর ধুতির বাইরেও যে ছেঁড়া জিন্স-মাথায় ফেট্টি বেঁধে রবি ঠাকুরের গান গাওয়া যায় বাঙালি তা বুঝতে শিখল।
এক সময়ে টেলিভিশনে বাংলা ধারাবাহিকের মধ্যে আলোড়ন তৈরি করেছিল গানের ওপারে। বাঙালি এই ধারবাহিকটি দেখার জন্য প্রতিদিন ড্রইং রুমে টিভির সামনে অপেক্ষা করত। যাই হয়ে যাক রাত আটটায় ঠিক এই ধারাবাহিক জায়গা করে নিত বাঙালি দর্শকের ঘরে। ১০ বছর আগের এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ ছিল রবীন্দ্রসঙ্গীত। একেবারে নতুন মোড়কে যেন সেই গানগুলিকে তুলে ধরা হয়েছিল। আর এই ধারাবাহিকের পরিচালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ। তাই অন্যান্য বাংলা ধারাবাহিকের থেকেও এইটি যে আলাদা জায়গা করে নেবে তা বলাই বাহুল্য।
প্রথমবার বাংলার দর্শক ভিন্ন স্বাদের ধারাবাহিকের সঙ্গে পরিচিত হয়েছিল। মিমি চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তীর যুগলবন্দী মাতিয়ে রেখেছিল বাঙালির ড্রয়িং রুম। কারণটা ছিল জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’। আবারও ফিরছে সেই সোশাল ড্রামা। ৬ এপ্রিল থেকে স্টার জলসার পুনঃসম্প্রচারিত হতে চলেছে ‘গানের ওপারে’।
আবার পুপে-আর গোরা, একসঙ্গে! ঋতুপর্ণঘোষ ও প্রসেজনিৎ চট্টোপাধ্যায় জুটির হাত ধরে বাঙালি পেয়েছিল এই সিরিয়ালটিকে। বাঙালি পেয়েছিল পুপে ও গোরাকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভীষণ গোঁড়াভাবেই মেনে চলে পুপের পরিবার। অন্যদিকে গোরা অত্যন্ত উদাসীন, প্রতিভাসম্পন্ন ছেলে। রবীন্দ্রসঙ্গীত নিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। পরবর্তিতে পুপে-গোরার সম্পর্ক ও রবীন্দ্র ভাবধারা নিয়েই এগোয় এই ধারাবিকে প্লট। রবীন্দ্রভাবনায় উদ্বুদ্ধ এই সিরিয়াল আবার দেখা যাবে ‘হটস্টার’-এ। ফের একবার দেখা যাবে এই সিরিয়ালের এপিসোড গুলি। এই ঘোষণা করেছেন স্বয়ং স্টার জলসা চ্যানেলের সোশ্যাল মিডিয়া সাইট। রবীন্দ্রনাথের আধুনিকতা আর তাঁর সাংস্কৃতিকভাবনার মিশেল নিয়ে তৈরি হওয়া এই সিরিয়াল শুরু হওয়ার খবরে ঘিরে রীতিমতচ হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে।
১০ বছর আগের সেই ধারাবাহিক এখনও মনে রেখেছে বাঙালি। আর তাই কোয়ারেন্টাইনে সেই স্মৃতিকেই ফিরিয়ে আনছে স্টার জলসা। লকডাউনের ফলে নতুন করে চলতি ধারাবাহিকগুলির শ্যুটিং বন্ধ। তাই পুরনো ধারাবাহিকগুলিকেই ফের দেখানো হচ্ছে। বিশেষ করে যেইগুলি দর্শকমহলে খুবই হিট ছিল সেগুলিকে ফিরিয়ে আনা হচ্ছে। তাদের মধ্যে অন্যতম গানের ওপারে। এই গানের ওপারে ধারাবাহিক দিয়েই মিমি চক্রবর্তীর অভিনয় শুরু হয়েছিল। তাঁর চরিত্র পুপে যেন বাঙালির ঘরের মেয়ে হয়ে গিয়েছিল। এমনকী পুপের ফ্যাশন ট্রেন্ড সেটার হয়ে গিয়েছিল। অভিনেতা অর্জুন চক্রবর্তীকেও মানুষ চিনেছিল এই ধারাবাহিকের মাধ্যমে। দুজনেই অভিনয়ে মুগ্ধ করেছিলেন।
সে দিনের ‘গানের ওপারে’ থেকেই রীতিমতো বাঙালি হৃদয়ে ‘পুপে’ হয়ে ফিরেছেন তিনি। মিমি চক্রবর্তী। আজ বিকেলে তিনি টেলিভিশনের সামনে। মিমি এক সাক্ষাৎকারে বললেন, “১০ বছর আগের মিমিকে দেখতে পাব। একটু টেনশন হচ্ছে। তবে মিস করব ঋতুদা-কে। আমায় ডিক্টাফোনে রেকর্ড করে দিত সংলাপগুলো। বলত, তুই কিচ্ছু চিন্তা করবি না।’’
কিন্তু বেশ কিছু বছর আগেই না-ফেরার দেশে চলে গিয়েছিলেন গানের ওপারের নেপথ্যের আসল মানুষটা। বাঙালির খুব কাছের ঋতুপর্ণ ঘোষ। আজ ঋতুদাকে খুব বেশি মিস করছে পুপে-যিনি আজকের মিমি চক্রবর্তী। কিন্তু বাঙালি দর্শকের সঙ্গে মিমির পরিচয় হয়েছিল পুপে হিসাবে। গানের ওপারে ধারাবাহিকের সঙ্গে অভিনয় জগতে পথচলা শুরু মিমি চক্রবর্তীর। এই সিরিয়ালের ক্রিয়েটিভ হেড ছিলেন ঋতুপর্ণ ঘোষ। কার্যত নিজের হাতে করে মিমিকে তৈরি করেছিলেন তিনি। জলপাইগুড়ির ‘টমবয়’ মিমিকে পুপে হিসাবে গড়ে নিতে কম কাঠখড় পোড়াতে হয়নি তাঁকে। মিমির কথায়, তাঁকে হাঁটতেও শিখেয়েছিলেন ঋতুদা। অভিনেত্রীর শাড়ি পর্যন্ত নিজের হাতে বেছে দিতেন ঋতুপর্ণ ঘোষ। এক দশক পর যখন লকডাউনের জন্য ফের একবার এই ক্লাসিক ধারাবাহিক পুনঃসম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা। রবিবার গভীর রাতে মিমি ফেসবুকে স্মরণ করে নিলেন তাঁর মেন্টর ঋতুদাকে। লিখলেন, কাল থেকে আবার গানের ওপারে ,যদি তোমায় দেখতে পেতাম আবার !!’
“আমার সব পোশাক ঋতুদাই ঠিক করে দিত। ওই সময়ে অল্পবয়সি মেয়ের সাদা শাড়ির কনসেপ্টে চমকে গিয়েছিল বাঙালি দর্শক,” বললেন মিমি। এমনকী বদল এসেছিল ফ্যাশনেও। পুপে শাড়ি আর পুপে চুড়ি( রংবেরঙের কাঠের চুড়ি) একসময় খুব জনপ্রিয় হয়েছিল।
বৃহত্তর দর্শকদের জন্য আজ থেকে ‘গানের ওপারে’-র দরজা খুলে দেওয়া হল। শুধু মিমি নয়। গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী থেকে সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র টিম ‘গানের ওপারে’ আজ থেকে টেলিভিশনের এ পারে।দুই বিপরীত মেরুর মানুষের প্রেমকাহিনি ঋতুপর্ণ ঘোষের চোখ দিয়ে দেখেছে দর্শক। ২০১০ সালের জুন মাস থেকে ২০১১ সালের এপ্রিল মাস পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল এই সিরিয়াল।