২০১৭ সালে মুক্তি পায় বাংলাদেশের আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর ছবি ডুব। যে ছবিতে ইরফান খানের সহ অভিনেত্রী হিসাবে কাজ করেছিলেন পার্নো মিত্র। ২৯ এপ্রিল, বুধবার সকালে ইরফান খানের চলে যাওয়ার খবরে খুবই মুষড়ে পড়েছেন পার্নো। ভীষণ মন খারাপের মধ্য়েও এদিন স্মরণ করলেন ইরফান খানের সঙ্গে কাজ করার সেই পুরনো দিনগুলি।ইরফানের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই৷ বলিউডে তার সতীর্থরা শোকপ্রকাশ করেছেন৷ অনেকে তো ইরফানের মৃত্যুর খবর বিশ্বাসই করতে পারছিলেন না ৷ পরে পরিবারের তরফে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়৷ কেরিয়ারে একটি মাত্র বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি৷ ছবির নাম ডুব৷ ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল ছবিটি৷ ছবিতে ইরফানের সঙ্গে স্ত্রিন শেয়ার করেছিলেন টলিউডের পার্নো মিত্র৷ ইরফানের মৃত্যুতে খুবই দুঃখপ্রকাশ করেছেন পার্নো৷
তবে ইরফানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলি থেকে টলিপাড়ায়। তার মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছেন বাংলা ইন্ডাস্ট্রির বেশ কিছু তারকা। কাজের কথা হলেও কাজটা করা হয়নি বলে আফসোস করেছেন পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে গৌতম ঘোষ।অভিনেতা ইরফন খানের মৃত্যুতে একটি মর্মস্পর্শী ট্যুইট করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় – ‘যেমন আমার মারা যাওয়ার আগে নাসিরুদ্দিন শাহ, আশা ভোঁসলে আর অল্প হলেও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা হয়ে গেছে, তেমনই হল না ঋতুদার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করা। হল না ইরফান খানের সঙ্গে কাজ করা। এমন এক তুখোড় অভিনেতা যোদ্ধা…কিংবদন্তী অভিনেতাদের তালিকায় সবসময় তিনি থাকবেন’।
Shocked to hear the demise of Legendary & exceptional Actor Irrfan Khan. Life is so unpredictable at times. My deepest condolences to the family & fans. #IrrfanKhan #PrayersAndDuas 🙏 pic.twitter.com/tnbmKOaGTl
— Nusrat (@nusratchirps) April 29, 2020
তাঁর অভিনয়ের দক্ষতায় মুগ্ধ গোটা দেশ। বাংলা ছবিও অধরা থাকেনি ইরফান খানের ম্যাজিক থেকে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি বাংলা ছবি ‘ডুূব’এ অভিনয় করেছেন ইরফান। এই ছবি তাঁর মন এতটাই ছুঁয়ে গিয়েছিল যে যৌথভাবে ডুব প্রযোজনা করেছিলেন তিনি।ডুব: নো বেড অফ রোজেস- ছবিতে নীতু চরিত্রে অভিনয় করেছিলেন পার্নো। প্রধান চরিত্রে ইরফান। ‘কোনও কিছুতেই সমস্যা ছিল না ওর, কোনও বিষয়েই কোনও অসুবিধা ছিল না, একদম মাটির মানুষ।” প্রসঙ্গত, ‘ডুব’ সিনেমাটি ৯১ তম অকাডেমি অ্যাওয়ার্ড-এর জন্য পাঠানোও হয়। যদিও নমিনেশনের তালিকায় স্থান পায়নি।ঢাকার বেশ কয়েকটি লোকেশনে হয়েছিল ছবির শুটিং।
বুধবার মাত্র ৫৩ বছর বয়সে চলে গেলেন ইরফান খান। রেখে গেলেন অজস্র স্মৃতি। ইরফানের মৃত্যুতে বলিউডের পাশাপাপাশি শোকের ছায়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। এদিন ইরফানের ডুব কো-স্টার পার্ণো মিত্র টুইটারের দেওয়ালে লেখেন, ‘একটা মানুষ যে আমার আদর্শ, অভিনেতা হিসাবে যে আমার অনুপ্রেরণা। সহ-অভিনেতা হিসাবে আমি ধন্য তাঁর সঙ্গে কাজ করে। তোমাকে খুব মিস করব ইরফান খান। তোমার আত্মার শান্তি কামনা করি’।ইরফান যে মাটির মানুষ শুধু চরিত্রে ছিলেন তেমনটা নয়, আক্ষরিক অর্থেই মাটির কাছেই ছিলেন তিনি। তাই রুমে নয় বরং ঘাসে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসতেন ‘ডুব’ অভিনেতা। ইরফানের চলে যাওয়ার দিনে সেই কথাই স্মরণ করলেন পার্নো। তিনি এও বলেন যে সবসময়ই একটা বড় ঠোঙা বাদাম নিয়ে ঘুরতেন অভিনেতা। গোটা ইউনিটের সকলের সঙ্গে ভাগ করে নিতেন ‘এক ঠোঙা’ ভালোবাসাকে।
Sad & devastated to know about the very sudden demise of such a powerful & great actors of our time.This is an irreparable loss and nothing can compensate this sorrow..His contribution to Indian cinema would be regarded with highest esteem…My deep condolences to his family! pic.twitter.com/8LZuzAehcs
— Rituparna Sengupta (@RituparnaSpeaks) April 29, 2020
হেমলক সোসাইটি’ হিন্দি ভার্সান বানানোর জন্য ইরফানের সঙ্গে দেখা করেছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। কিন্তু কাজটা আর হয়ে ওঠেনি। বাংলাদেশের প্রযোজনায় একটি বাংলা ছবিতে কাজ করেছেন ইরফান। ছবির নাম ‘ডুব’। আজ তার অকালপ্রয়ানে শোক স্তব্ধ গোটা টলিউড। পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার সকলেই টুইটারে শোক বার্তা জ্ঞাপন করেছেন।
অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান লেখেন, অসামান্য একজন অভিনেতা.. এককথায় লেজেন্ড। ইরফান খানের আচমকা মৃত্যুর খবরে হতবাক। জীবন হয়ত এমনই নিষ্ঠুর। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি রইল সমবেদনা। আত্মার শান্তি কামনা করি’।একই সুর মিমি, শ্রাবন্তী, রাজ চক্রবর্তী, অঙ্কুশদের গলাতেও।
পার্নো আরো জানান, তবে একসময়ের ক্রিকেট পাগল ইরফান কিন্তু সেট-এও সময় পেলেই ব্যাট হাতে নেমে পরতেন। পার্নো বলেন, “২০০৮ সালে উনি যখন কলকাতায় আসেন তখন আমার জন্য সেটা ফ্যানগার্ল মোমেন্ট ছিল। ওনার সঙ্গে কাজ করতে পারাটা যে আমার কাছে স্বপ্নের সেটাও বলি। ২০১৭ সালে ডুব-এ কাজ করার যখন সুযোগ পাই, সেই স্বপ্নই যেন পূরণ হয়েছিল আমার।”
বন্ধু ইরফানের এই চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ও। তিনি লেখেন, বন্ধু বড্ড তাড়াতাড়ি চলে গেলে।তুমি ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ছিলে, আছো আর চিরকাল থাকবে…. যেখানেই থেকো ভালো থেকো বন্ধু’।
Can’t believe what m seeing everywhre you were nd will always be irreplaceable huge loss as an actor i cannot see u anymore #IrrfanKhan.Far away from everything may your soul rest in peace.
— Mimssi (@mimichakraborty) April 29, 2020
The biggest loss in the history of film industry. RIP pic.twitter.com/SGuOqp6dm6
— Srabanti (@srabantismile) April 29, 2020
২০১৮ তে ইরফান খানের বিরল অসুখ নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়ে। এরপর লন্ডনে একবছর থেকে চিকিৎসা চলেছে তাঁর। কিছুটা সুস্থ হয়েই যোগ দিয়েছিলেন আংরেজি মিডিয়ামের শ্যুটিংয়ে। ২০১৮ তেই ক্যান্সারের সঙ্গে তাঁর লড়াইয়ের সম্পর্ক বলতে গিয়ে লিখেছিলেন, ‘আমি বিশ্বাস করি, জীবনের কাছে আমি আত্মসমর্পণ করেছি’।
ওনার মত একজন অভিনেতা কে শুধু টলিউড কিংবা বলিউড নয়, সমগ্র সিনেমা জগত মিস করছে!