লকডাউনের মাঝেই একেবারে ফ্রেশ কন্টেন্টের ওয়েব সিরিজ ‘কেস জন্ডিস’ নিয়ে হাজির হইচই। গোটা বিশ্বজুড়ে যখন করোনা আবহ, তখন হইচই-এর এই আসন্ন সিরিজের বিষয়বস্তুতেও তার প্রভাব পড়তে বাদ যায়নি বইকী! আদ্যোপান্ত কমেডির মোড়কে এই কঠিন সময়ের বিভিন্ন ইস্যুর কথা তুলে ধরা হয়েছে। মুখ্য চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং অনির্বাণ চক্রবর্তী।
লকডাউনের মাঝেই আদালতে কেস লড়ছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা! হঠাৎ কী এমন হল যে দুই তারকা আদালতের দ্বারস্থ হলেন? এক অভিনব গল্প নিয়ে নতুন ওয়েব সিরিজ আনল ‘হইচই’। পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের নতুন এই সিরিজে মুখ্য চরিত্রে দুই আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। এই ওয়েব সিরিজের মাধ্যমেই দুই তারকা অনলাইন প্ল্যাটফর্মে ডেবিউ করলেন । কাহিনীতে দুই তারকার নাম মিষ্টার দাস ও মিস্টার সেন, দুজনেই দুঁদে উকিল। আর বিচারক হয়ে মহা ফাঁপরে পড়েছেন অনির্বাণ চক্রবর্তী।
লকডাউনে বাড়িতে বসে শর্টফিল্ম, মিউজ়িক ভিডিয়ো তো হচ্ছিলই। এ বার গোটা সিরিজ়ও তৈরি হয়ে গেল। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ ‘কেস জন্ডিস’ সিরিজ়ের স্ট্রিমিং শুরু হয়েছে শুক্রবার থেকে। প্রধান তিন চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ এবং অনির্বাণ চক্রবর্তী। প্রথম দু’জন উকিলের চরিত্রে, অন্য জন বিচারক। সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে তৈরি হয়েছে সিরিজ়ের কনটেন্ট, ‘মানুষ বনাম করোনাভাইরাস’। প্রথম সিজ়নে পাঁচটি এপিসোড। পরে আরও পাঁচটি।
একঘেয়ে ঘরবন্দি জীবনে একটু হালকা আমেজ মেশাতে লকডাউন জীবনে আসছে ‘কেস জন্ডিস’। হইচই-এর এই নতুন ওয়েব সিরিজে একবারে ফ্রেস কনটেন্ট। হইচইয়ের হাত ধরেই এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা। ঘরবন্দি অবস্থায় নতুন রকমের কাজ করতে পেরে উচ্ছ্বসিত অঙ্কুশ। বলছিলেন, ‘‘প্রস্তাব পেতেই লাফিয়ে উঠেছিলাম। ওয়েবে এটাই প্রথম কাজ আমার।’’ অঙ্কুশের মোবাইলে তাঁর পর্বটা শুট করে দিয়েছেন বান্ধবী ঐন্দ্রিলা সেন। একেনবাবুর মতো জনপ্রিয় সিরিজের পর আরও একবার দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। পরমব্রত এর আগে ওয়েব সিরিজে কাজ করলে হইচইয়ে এই প্রথম।
ট্রেলার লঞ্চের পর ভ্যারচুয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হল টিম কেস-জন্ডিস। অঙ্কুশ বলেন, ‘এখন দর্শকদের কাছে মনোরঞ্জন পৌঁছে দেওয়া খুব দরকার। ঘরে বসে তারা যেন একটু হাসাহাসি মজা করে দিন কাটাতে পারেন। কেস জন্ডিসে একদম এখনকার মুহুর্তগুলিকে তুলে ধরা হয়েছে। যা প্রতিদিন ঘটছে আমাদের সঙ্গে। আমি আশা করছি আমাদের এই প্রয়াস সবার ভাল লাগবে।’
হইচই এর আগামী ওয়েব সিরিজ ‘কেস জন্ডিস’–এ এই তিন তারকাই অভিনয় করছেন। পুরো ওয়েব সিরিজটা আদালত ও মামলা মোকদ্দমা নিয়েই দেখানো হবে। যদিও এই লক ডাউনের সময় বাড়িতে বসেই প্রত্যেক তারকা নিজেদের অংশের ভিডিওটি শ্যুট করে পাঠিয়েছেন বলে গতকাল ফেসবুক লাইভে এসে বলেছেন তারা। মূলত, মানুষ বনাম করোনা ভাইরাস, পুলিশ বনাম মুখোশ পরা জনগণ, অফিস বনাম পরিবার ইত্যাদি বিষয় নিয়েই কেস লড়বেন পরমব্রত এবং অঙ্কুশ। আর সেটাই বিচার করবেন বিচারক অনির্বাণ। এইসমস্ত মজার ঘটনাই ফুটে উঠবে হইচই এর আগামী ওয়েব সিরিজ ‘কেস জন্ডিস’–এ ।
একটি কোর্টরুম ড্রামাকে ঘিরে তৈরি হয়েছে কেস জন্ডিস। সিরিজে দুই আইনজীবী মিস্টার সেন ও মিস্টার দাস-যে চরিত্রে রয়েছেন পরমব্রত ও অঙ্কুশ। বিচারকের ভূমিকায় রয়েছেন অনির্বাণ। পরমব্রত সওয়াল করছেন মানুষের হয়ে,এই প্রকৃতিরচালকশক্তি মানুষ দাবি পরমের। অন্যদিকে অঙ্কুশের দাবি ‘…আপনারা ধরেই নিয়েছেন ব্রহ্মাণ্ডের কেন্দ্রে আছে মানুষ আর তার জন্যই পৃথিবী সৃষ্টি হয়েছে,এটা বাড়াবাড়ি হয়ে গেল না?’
কেস জন্ডিসের পরিচালনা করছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। কনসেপ্ট হইচই-এর টিমের। টেকনিক্যাল সমস্যা ছাড়া, পোশাক, প্রপসেরও ব্যাপার ছিল বাড়িতে বসে শুটের ক্ষেত্রে। পরমব্রত যেমন বলছিলেন, ‘‘অন্যরা কী ভাবে করছে, বুঝতে পারছিলাম না। ফুটেজ আদান-প্রদানও সম্ভব নয়। দু’-একটা এপিসোড করার পরে ধাতস্থ হলাম।’’ সিরিজ়ের কনসেপ্ট ইন্টারেস্টিং লেগেছিল পরমব্রতর। ‘‘দুটো পক্ষের বাদানুবাদ, দু’তরফেই ঠিক-ভুল আছে। আগামী দিনে কেউ কারও বাড়ি যেতে ভয় পাবে। প্রেমিক-প্রেমিকারা প্রেম করতে ভয় পাবে… এগুলোকেই অন্য ভঙ্গিতে তুলে ধরার চেষ্টা হয়েছে,’’ বলছিলেন পরমব্রত।
কোর্টরুম ড্রামার মতো করোনা আবহের বিভিন্ন ইস্যুগুলিকে তুলে ধরা হয়েছে। যেমন এই মারণ ভাইরাস মোকাবিলায় মানবজাতির কথা তুলে ধরা হয়েছে সিরিজের প্রথম পর্বে। আর সেই পর্বের নামও রাখা হয়েছে বিষয়বস্তুর সঙ্গে সাযুজ্য রেখে- ‘মানুষ বনাম করোনা ভাইরাস’। আরেকটি পর্বকে বলা হয়েছে ‘পুলিশ বনাম মুখোশ পরা মানুষ’। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই পুলিশ আক্রমণের খবর শিরোনামে উঠে আসছে। সেই প্রসঙ্গেরও উত্থাপন করা হয়েছে সিরিজে। অন্যদিকে, এই লকডাউনে অনেককেই বাড়িতে বসে কাজ করতে হচ্ছে। ওয়ার্ক ফ্রম হোমের যে কী মহিমা.. তা বোধহয় যাঁরা করছেন তাঁরাই একমাত্র বলতে পারবেন। একদিকে অফিসের কাজের চাপ অন্যদিকে পারিবারিক কোলাহল, সেরকমই একটি বিষয় সিরিজের ‘অফিস বনাম পরিবার’ পর্বে তুলে ধরা হবে।
ওয়েব সিরিজের আবহ করেছেন অম্লান। আবহ পুরো গল্পকে আরও মজার মোড়কে প্রকাশ করেছে। এই প্রথম কোনও ওয়েব সিরিজে কাজ করলেন অঙ্কুশ। বাড়িতে বসেই পুরো শ্যুট করেছেন। পরমব্রত হইচইয়ের কোনও সিরিজে এই প্রথম কাজ করলেন।
কোন দিকে মোড় নেবে এই জন্ডিস কেস, তা জানতে দেখে ফেলুন সিরিজ টি। আপতত নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিন কেস জন্ডিসের ট্রেলার-