ওবেরয়বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তিনি ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হলেও বহু তারকার প্রেমের ফাঁদে জড়িয়েছেন সলমন খান (Salman khan)। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। সেই তালিকায় রয়েছে জুহি চাওলা, ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, জারিন খান সহ আরও অনেকেই। তবে এদের কারওর সঙ্গেই সম্পর্কটা শেষ পর্যন্ত টেকেনি সলমনের। অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের আগেই সলমনের …
logoTrending newshome নতুন খবর ছবি ভিডিও বিনোদন পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক খেলা টাকা-কড়ি কাজের খবর রাজনীতি লাইফস্টাইল আবহাওয়া রাশিফল ইউটিউব ভিডিও দুর্গাপূজো ২০১৯ বিশেষ পশ্চিমবঙ্গ
নতুন খবরবিনোদন‘ঐশ্বর্য সহ একাধিক অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল সলমনের’, বিষ্ফোরক বিবেক ওবেরয়বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তিনি ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হলেও বহু তারকার প্রেমের ফাঁদে জড়িয়েছেন সলমন খান (Salman khan)। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। সেই তালিকায় রয়েছে জুহি চাওলা, ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, জারিন খান সহ আরও অনেকেই। তবে এদের কারওর সঙ্গেই সম্পর্কটা শেষ পর্যন্ত টেকেনি সলমনের। অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের আগেই সলমনের …ইন্ডাস্ট্রির সবার সঙ্গেই ঐশ্বর্য সম্পর্কে রয়েছেন বলে সন্দেহ করতেন সলমন। হুমকি দেন বিবেক ওবেরয়কেও। জানা যায়, ঐশ্বর্যর সঙ্গে বিবেকের সম্পর্ক রয়েছে শুনে তাঁকে প্রাণের হুমকি পর্যন্ত দেন সলমন। ঐশ্বর্য ও বিবেককে নিয়ে বহুবার নানা বিতর্কও শুরু হয়।
একবার করন জোহরের টক শোতে গিয়ে ঐশ্বর্যর সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসেন বিবেক। ছাড়েননি সলমনকেও। অভিনেতা দাবি করেছিলেন ঐশ্বর্য ছাড়াও রানি মুখার্জি, দিয়া মির্জার সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে সলমনের।