২০২০ সালটা মোটেও ভালো ভালো যাচ্ছে না। একের পর এক খারাপ খবর লেগেই আছে। ক’রো’না তো চলছেই তার সাথে আবার এখন সাইক্লোন। গোটা মুম্বাই কে লণ্ডভণ্ড করে দিলো সাইক্লোন ‘নিসর্গ’। আর এই ‘নিসর্গে’ প্রথম মৃ’ত্যু’র খবরও সামনে চলে এলো। এখনো পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী একজন মৃ’ত হলেও। এর সংখ্যাটা পরে আরো বাড়তে পারে। আহত হয়েছেন অনেকেই।
সাইক্লোন কেমন আকার ধারণ করতে পারে তা বাংলার মানুষ গত সপ্তাহতেই ভলোরকম টের পেয়েছে। কিছুদিন আগেই বাংলায় আমফানের তান্ডব লন্ডভন্ড করে দিয়েছে গোটা বাংলাকে। এখনো পর্যন্ত রাজ্যের হাল ফেরাতে পুরোপুরি ভাবে সক্ষম হননি সরকার। এখনো পর্যন্ত অনেক এলাকাতেই বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। ইন্টারনেট পরিষেবাও ভালো ভাবে পাওয়া যাচ্ছে না কিছু এলাকায়। আমফানের জেরে গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রচুর।
আর বাংলা তে আমফানের তান্ডব শেষ হতে না হতেই এবারে সাইক্লোনের কবলে পড়েছে মুম্বাই। মুম্বাইয়েও লণ্ডভণ্ড করে দিয়ে গেল নিসর্গ। নিসর্গের গতিবেগ আমফানের মতো অতটা প্রবল না হলেও এর প্রভাব ও অত্যান্ত। আর তার প্রমানই পাওয়া গেল আজকের এই সাইক্লোনে। এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।
নিসর্গে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ছিল ভীষণ রকম। মুম্বাইয়ে রায়গড় জেলায় বিদ্যুতের খুঁটি মাথায় পরে প্রাণ হারান এক ব্যক্তি। মাথায় বিদ্যুতের খুঁটি এসে পড়াই ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি। মুম্বাই এখন পরিস্থিতি অনেকটাই খারাপ। রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে গাছের ডাল, বিদ্যুতের খুঁটি। তবে আবহবিদদের দাবি যতটা সম্ভবনা ছিল তার থেকে কম মাত্রায় হয়েছে।