করোনা আবহে সারা দেশজুড়ে জারি রয়েছে লকডাউন। ইতিমধ্যেই সারা দেশ জুড়ে চলছে পঞ্চম দফার লকডাউন। পরিযায়ী শ্রমিকদের নিজ স্থানে পৌঁছে দিতে সরকার যথেষ্ট হিমশিম খাচ্ছে।সেখানে বলিউড অভিনেতা সোনু সুদ হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে দিচ্ছেন শুধু মাত্র তার স্ব-প্রচেষ্টায়।
বলিউডের খলনায়ক বাস্তব জীবনে যেন নায়কের ভূমিকায় অবতীর্ণ। প্রথম পর্যায়ে বাস এবং বিমানে করে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন। তার প্রচেষ্টাতেই ১৭৭জন মহিলা শ্রমিক বিমানে করে নিজ রাজ্যে ফিরতে পেরেছেন। পরিযায়ী শ্রমিকদের কাছে সোনু যেনো অবতার স্বরূপ।
@SonuSood Thank You So Much Bollywood actor Sonu Soodji, who is playing a pivotal role in sending migrants to their native places, have also helped Odia women migrants. as many as 169 young women from Odisha stranded in Kerala will reach Odisha in a special flight.#RealHero pic.twitter.com/mjkhgR1FQn
— Debendra Subudhi (@DebendraSubudh1) May 29, 2020
আবারও তিনি বেশ কিছু পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরালেন ট্রেনে।প্রায় হাজার জন পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরলেন সোনুর একান্ত প্রচেষ্টায়।মুম্বই থেকে উত্তরপ্রদেশ ও বিহারে যাওয়ার ট্রেনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর বন্দোবস্ত করছেন তিনি।ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
শুধু তাই নয়, স্টেশনে শ্রমিকদের বিদায় জ্ঞাপন করতে নিজের হাজির সোনু।সেই ভিডিয়ো ভারিন্দর চাওলা নামের এক যুবক পোস্ট করেন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে।ক্যাপশন দেন,দুপুর ২টো নাগাদ অভিনেতা সোনু সুদ থানে রেলস্টেশনে আসেন | ১০০০ জন পরিযায়ী শ্রমিকে বিদায় জানাতে এসেছিলেন তিনি |
@SonuSood Ji,your helping the Odia girls to return safely from Kerala is commendable. Kudos to your noble efforts. It’s incredible to see how you are helping the needy reach their homes safely. More strength to you!@Naveen_Odisha@CMO_Odisha@bjd_odishahttps://t.co/6VqSExCEQ5
— Dr. Amar Patnaik (@Amar4Odisha) May 29, 2020
থানে রেলস্টেশন থেকে উত্তরপ্রদেশ ও বিহারে যাওয়ার ট্রেনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়েছেন। সব মিলিয়ে তিনি ঠিক কতজন পরিযায়ী শ্রমিকদের নিজ আপনজনের কাছে ফিরিয়ে দিয়েছেন তার হিসাব রাখা যায় না। বলিউডের খলনায়ক বাস্তব জীবনে মহানায়কের ভূমিকা পালন করছেন। যেখানে অন্যান্য নেতা অভিনেতারা লকডাউন মানতে ব্যস্ত সেখানে সোনু সুদ সচেষ্ট হয়েছেন পরিযায়ীদের ঘরে ফেরাতে।